স্টাফ রির্পোটারঃ
কিশোরগঞ্জে র্যাবের পৃথক অভিযানে ইয়াবাসহ তিনি মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আজ সোমবার (২৩ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলা ও পাকুন্দিয়া উপজেলায় একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করেন। এসময় মাদক ব্যবসায়ী চক্রের কাছ থেকে এক হাজার চারশত ষাট পিস ইয়াবা, তিনটি মোবাইল ও নগদ এক হাজার আটশত চল্লিশ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিএন এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি-খুচরা বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।
এরই প্রেক্ষিতে আজ র্যাবের একটি আভিযানিক দল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে সদর থানাধীন বড়পোল এলাকা থেকে ৪৮০ পিস ইয়াবা, ০১টি মোবাইল ও নগদ এক হাজার দুইশত টাকা’সহ তাড়াইল উপজেলার সাজাইল গ্রামের মুজিবুর রহমানের ছেলে মোঃ বাবুল মিয়া(৪৩) কে আটক করে। অপরদিকে পাকুন্দিয়া উপজেলার মধ্য পাকুন্দিয়া গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মোঃ মিজানুর রহমান (৩০) এবং চর পাকুন্দিয়া গ্রামের মৃত সুলতানের ছেলে মোঃ রাসেল মিয়া (২৮) কে আটক করে। এসময় তাদের নিকট থেকে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি মোবাইল সেট ও নগদ ৬৪০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানা ও পাকুন্দিয়া থানায় ২টি পৃথক পৃথক মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।