স্টাফ রিপোর্টার:
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব দেওয়ান মো.তাজুল ইসলাম এর পিতা করিমগঞ্জ উপজেলার দেহুন্দা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক (ইংরেজী) আ: গণি আর নেই। তিনি আজ (২৪ আগস্ট) ভোর ৩ টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের দেওয়ান বাড়ির বাসিন্দা ছিলেন।
তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ,তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আ: গণি মাষ্টার একজন সফল পিতা ছিলেন। তার বড় ছেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দেওয়ান মোঃ তাজুল ইসলাম মুক্তা ছোট ছেলে কেমিক্যাল প্রকৌশলী দেওয়ান মোঃ নুরুল ইসলাম ঝিনুক, এক মেয়ে শিক্ষক ও অন্য মেয়ে কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার।
আজ বাদ জোহর মরহুম আ: গণি মাষ্টার প্রতিষ্ঠিত হাজি উমর আলী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে মরদেহ দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সুমাইয়া আক্তার রুনা, পাকুন্দিয়া পৌরসভার সচিব সৈয়দ শফিকুর রহমান, এসভি সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজী) সৈয়দ আতিকুর রহমান ও পাকুন্দিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ ন ম তানভীর হায়দার ভূঁঞা গভীর শোক ও শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।