স্টাফ রিপোর্টারঃ
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে কিশোরগঞ্জ জেলা মৎস্য দপ্তর। আজ সকালে জেলা মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় নতুন প্রযুক্তির মাধ্যমে মৎস্য চাষ, নিরাপদ মৎস্য খাদ্য ও মৎস্য উৎপাদন করা, শুটকি উৎপাদনে আধুনিক কারখানা তৈরী, দেশীয় জাতের ছোট মাছের পোনা উৎপাদন ও চাষ বৃদ্ধি করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ রিপন কুমার পাল, সহকারী পরিচালক আ ন ম মাহফুজ আল হামিদ, কিশোরগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাশেদ, সম্প্রাসরণ কর্মকর্তা সাঁকো রাণী দেসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।