আছাদুজ্জামান খন্দকারঃ
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ শুরু হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (২৮ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মত বিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । এ সময় সপ্তাহব্যাপি মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মকসূচি সাংবাদিকদের অবগত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাওসার মিয়া।
লিখিত বক্তব্যে তিনি জানান, ২৮ আগস্ট থেকে শুরু হওয়া মৎস্য সপ্তাহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ৩ সেপ্টেম্বর শেষ হবে।তিনি জানান, সপ্তাহব্যাপি গোটা উপজেলায় ব্যাপক প্রচারনা, পোনামাছ অবমুক্তকরন, মৎস্যখাতে সরকারের অগ্রগতি তুলে ধরে মত বিনিময় , প্রামাণ্যচিত্র প্রদর্শন, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, চাষী ও উপকারভোগিদের মধ্যে মৎস্য চাষের উপকরন বিতরণ। মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনাসহ বিবিন্ন কর্মসূচি পালন করা হবে।
তিনি আরও জানান, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতিকে আরও বেগবান ও টেকসই করতে এ উপজেলায় কার্প জাতীয় মাছের পাশাপাশি পাবদা, গোলসা, টেংরা,শোল ও চিতল মাছ চাষে মাছ চাষীদের উদ্বোদ্ধ করা হচ্ছে। এসময় উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারি মো. শফিকুল ইসলাম সহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।