স্টাফ রিপোর্টারঃ
দুবাই প্রবাসী প্রতারক চক্রের সদস্য চট্টগ্রামের রেজুয়ানুল ও তার ২য় স্ত্রী নীলার বিচার চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। আজ রবিবার দুপুরে জেলা শহরের স্থানীয় একটি পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় লিখিত বক্তব্যে রেজুয়ানুল ও তার স্ত্রী নীলা আক্তারের বিচার দাবী করেন কটিয়াদী উপজেলার প্রতারণার শিকার দুবাই প্রবাসী আশরাফুজ্জামান পরশের স্ত্রী সুমি আক্তার।
লিখিত বক্তব্যে সুমি বলেন, দীর্ঘ ৮ বছর ধরে দুবাই থাকেন আশরাফুজ্জামান পরশ। সেখানে গত দুই বছর আগে চট্টগ্রামের রেজুয়ানুলের সাথে পরিচয় হয় পরশের। পরিচয়ের পর থেকে রেজুয়ানুল ও তার স্ত্রী নীলা বিভিন্ন সময় প্রতারনার মাধ্যমে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বর্তমানে রেজুয়ানুল ও নীলার প্রতারণার শিকার হয়ে মিথ্যা মামলায় ১৩ বছরের সাজা নিয়ে আজ এক বছর যাবত দুবাই জেলে বন্দী রয়েছেন পরশ। বর্তমানেও পরশকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ওই চক্রটি। তাই পরশের নামে মিথ্যা মামলা ও প্রতারক চক্রের বিচার দাবি করেন পরিবারের লোকজন।
এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরশের বাবা জমরোদ ভূইয়া, মা মোছাঃ কামরুন্নাহার, চাচা আমানুল হক বাবলু।