স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে স্কুল-কলেজ ভিত্তিক একদল স্বেচ্ছাসেবী শিক্ষার্থীর উদ্যোগে পিছিয়ে পড়া জনগোষ্ঠির শিশুদেরকে মৌসুমী ফল খাওয়ানোর কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এসময় ৭০ জন শিশুকে তাদের ইচ্ছামত বিভিন্ন ধরণের ফল খাওয়ানো হয়। “অতিথি- এ চাইল্ড ফাউন্ডেশন” এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের সাথে জড়িত নৌশিন জান্নাত ও আব্দুল্লাহ উচ্ছাস জানান, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির শিশুদের সহায়তায় এর আগে ১৭০ জন শিশুর দুপুরের খাবার ও বিকালের নাস্তা প্রদান, গত ঈদে ৫০ জন শিশুকে নতুন জামাসহ বাজার করে দেয়া এবং করোনাকালে ৫০ টি পরিবারেকে সাতদিনের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। তাদের এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।