স্টাফ রিপোর্টারঃ
দেশে মৎস্য সম্পদ বৃদ্ধি ও উৎপাদন বাড়াতে কিশোরগঞ্জের হাওরে মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম। আজ দুপুরে কিশোরগঞ্জের মিঠামইন হাওরে দেশীয় প্রজাতির বিভিন্ন জাতের ১২ হাজার মাছের পোনা অবমুক্তরকরণের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, মৎস্য থেকে মৎস্য জাতীয় পণ্য কিভাবে তৈরী করা যায় এ বিষয় গুলোকে গভীরভাবে বিবেচনা করা হচ্ছে। মৎস্য ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে ইতিমধ্যে একনেকে পরিকল্পনা পাঠিয়ে দেওয়া হয়েছে। গবেষণা ইনস্টিটিউট হওয়ার পরেই মাছের সাথে সর্ম্পক সকল বিষয়কেই ডেভেলপমেন্ট করা হবে।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব রওনক মাহমুদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, ড. ইয়াহিয়া মাহমুদ, মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান আছিয়া আলমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।