হোসেনপুরে ১ হাজার পরিবার পেল খাদ্য সহায়তা

0

খায়রুল ইসলাম, হোসেনপুর, কিশোরগঞ্জঃ

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভায় করোনা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে হোসেনপুর পৌরসভা কার্যালয়ে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ, পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, পৌর কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক, শামীম খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপ-সহকারী ভূমি কর্মকর্তা হারুণ অর রশিদ, যুব উন্নয়ন অফিসের ফিল্ড সুপারভাইজার আব্দুল হক, হোসেনপুর পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দুজ্জামান উজ্জ্বল প্রমুখ।

জানা যায়, ২০২১-২০২২ অর্থবছরে কোভিড-১৯সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পৌরসভার হতদরিদ্রদের মধ্যে এ বরাদ্দ দেয়া হয়। ৯টি ওয়ার্ডে জনপ্রতি ১০ কেজি চাউল, ২ কেজি আলু ও ১ কেজি পেঁয়াজ দেয়া হয়েছে।

খাদ্য সহায়তা নিতে আসা ধূলজুরী গ্রামের সুফিয়া খাতুন বলেন, সরকারের চাউল, আলু ও পেঁয়াজ পেয়ে আমার অভাব কিছুটা পূরণ হয়েছে।

Share.