পাকুন্দিয়ায় ব্যক্তি উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

0

আছাদুজ্জামান খন্দকারঃ
‘দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৃক্ষপ্রেমী ব্যবসায়ী শাখাওয়াত হোসেন বুলবুলের ব্যক্তি উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার সকালে উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক হতে আঙিয়াদী বাগানবাড়ি পর্যন্ত দুই কিলোমিটার সড়কের দুই পাশে বনজ ও ফলজ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান আকন্দ হামদু।

এর আগে এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান সড়কের পাশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বৃক্ষপ্রেমী শাখাওয়াত হোসেন বুলবুল।

হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আকন্দ হামদুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য মো.হাদিউল ইসলাম, পাটুয়াভাঙা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন, হোসেন্দী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো.রকীব উদ্দিন মোশায়ের, সাবেক ইউপি চেয়ারম্যান মানছুরুল হক বাবুল, হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী প্রধান শিক্ষক শাহ আমানুল্লাহ শামীম, হোসেন্দী শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রউফ, হোসেন্দী ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতাউল হক, সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল কবীর আলমগীর, ইউপি সদস্য রমজান আলী প্রমুখ।

শাখাওয়াত হোসেন বুলবুল, ‘হোসেন্দী ইউনিয়নের প্রতিটি শিক্ষা-প্রতিষ্ঠান, প্রতিটি গ্রামের রাস্তার দুই পাশে, প্রতিটি বাড়ির আঙিনায় চারা রোপণ করে যাব। পর্যায়ক্রমে পাশর্^বর্তী ইউনিয়নের গ্রামগুলোতেও বৃক্ষরোপণ ছড়িয়ে দিতে চাই। যতদিন বেঁচে আছি, বৃক্ষরোপণ কর্মসূচী চালিয়ে যাব।

Share.