আব্দুল্লাহ আল সুমন, ঠাকুরগাঁওঃ
বাংলাদেশ ১৯৭১ এর স্বাধীনতা লাভের পর বরেন্দ্রভূমির অন্যান্য জেলার মতই ঠাকুরগাঁও জেলার মানুষ ক্রমান্বয়ে উন্নতর যোগাযোগ ব্যবস্থা এবং উন্নয়নের অন্যান্য সুফল লাভে সক্ষম হচ্ছে এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধির পথে।
ঠাকুরগাঁও জেলার আদি নাম ছিল নিশ্চিন্তপুর, নামটি উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে নিশ্চিন্তে বসবাসের উপযোগী কোনো গ্রাম বা জনপদের ছবি। কিংবা মনে পড়ে যায় বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাসের‘নিশ্চিন্দিপুর’ গ্রামের কথা। কিন্তু কখনো মনে পড়েনা উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ের কথা। কেননা অনেকদিন আগেই চাপা পড়ে গেছে ঠাকুরগাঁওয়ের এই নিশ্চিন্তপুর নামটি।
আর এই সুদূর অতীতকাল থেকেই এই জনপদে বেশ কিছু পত্র-পত্রিকার আনাগোনা । এর মধ্যে সকল স্তরে পাঠকদের মন কেড়ে নিয়েছে ‘ দৈনিক বর্তমান দিন’ পত্রিকা । যার ফলে এ অঞ্চল ও জ্ঞান পিপাসু ও জ্ঞানসন্ধ্যিসু জনগোষ্ঠী যেমন হয়েছে বিভিন্ন প্রকার জ্ঞানে-গুণে ও তথ্যে পরিপূর্ণ, তেমনিভাবে হয়েছে তারা যুগোপযোগী শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ ও উন্নত। এরই ধারাবাহিকতাই বৃহত্তর ঠাকুরগাঁওসহ সারা বাংলাদেশের ৬৪ জেলায় কোটি মানুষের জনপ্রিয় গণমাধ্যম ও মুখপত্র ‘দৈনিক বর্তমান দিন ’।
ঠাকুরগাঁওয়ের সকল স্তরের জনগণের খবর ও অন্যান্য বিষয়ের চাহিদা মেটাতে জাতীয় ও বর্তমান বিশ্বের বিভিন্ন প্রান্থের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, ক্রীড়াসহ আরও নানা ধরণের নিত্য নৈমিত্তিক তথ্য সরবরাহ করে।
হাঁটি হাঁটি পা-পা করে এই অঞ্চলের তথা বাংলাদেশের সম্মানিত পাঠক, মুদির দোকান, ফলের দোকান,ঔষধ বা ফার্মেসির দোকান, অফিস-আদালত, লেখক, সংবাদ প্রেরকদের আস্থা ও বিশ্বাসে সিক্ত হয়ে, তাদের হৃদয় নিংড়ানো ভালবাসার ডানায় সর্বাধিক জনপ্রিয় এই সংবাদ মাধ্যম দৈনিক বর্তমান দিন । পত্রিকাটি ঠাকুরগাঁও জেলায় নয়, ইহা রংপুর বিভাগের অন্যান্য জেলা শহরে, জেলার প্রতিটি উপজেলা শহরে এমনকি গ্রাম পর্যায়েও পাঠকের হাতে দেখতে পাওয়া যায়।
ঠাকুরগাঁও শহরের মানুষ ঘুম হতে উঠেই অপেক্ষা করে হকার কখন তাদের হাতে পৌঁছাবে দৈনিক বর্তমান দিন পত্রিকাটি । মানুষ সকালবেলা ঘুম হতে উঠে চায়ের কাপ হাতে নিয়েই অপেক্ষা করে সংবাদপত্রটি হাতে পাওয়ার জন্য, সংবাদ মাধ্যমটিতে চোখ বুলাবে এক পলক। ঠাকুরগাঁও শহরের প্রতিটি উপজেলা সদরে অফিসগুলোতে, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে গ্রাহক ও পাঠকদের কাছে দৈনিক বর্তমান দিন পত্রিকাটি শীর্ষে অবস্থান করছে।
পত্রিকার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে খবর প্রকাশে বস্তুনিষ্ঠতা ও দলমত নিরপেক্ষতা। এই পত্রিকাটি কোন বিশেষ ব্যক্তি বা দলের কাছে দায়বদ্ধতা বা তাদের অন্ধ পূজারী নয়। সবসময় ব্যক্তি ও দলমতের উর্ধ্বে উঠে এবং নিরপেক্ষ থেকে কাজ করেও সংবাদ পরিবেশন করে থাকে। তাছাড়াও সর্বাধিক পরিমাণ খবর প্রকাশ ও পরিবেশনের চেষ্টা করে থাকে। বিশেষ করে চাকুরী প্রার্থী ও বিজ্ঞাপন দাতাদের কাছে এটি একটি আস্থাশীল, জনপ্রিয় ও নির্ভরযোগ্য পত্রিকা।
দেশ-বিদেশের শিল্প-সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিজ্ঞান প্রভৃতি বিষয়ে খবরাখবর অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে প্রকাশ করে থাকে। জাতীয়ভাবে রাস্তার যানজট, সড়ক দুর্ঘটনা, বাল্যবিবাহ, গুম, হত্যা, ধর্ষণ, শিশু ও নারী বিষয়ক শিক্ষা বয়স্কদের সম্মান প্রদর্শন, নীতি ও নৈতিকতা প্রভৃতি সমাজ সচেতনতামূলক পরিবেশনার মাধ্যমে এই পত্রিকা একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্বও পালন করে যাচ্ছে। দৈনিক বর্তমান দিন পত্রিকা যে নতুন লেখক সৃষ্টির একটি কারখানা হিসেবে কাজ করছে, লেখালেখির জগতে নতুন ও সম্ভাবনাময়দের উৎসাহিত অনুপ্রাণিত করছে।
পত্রিকার সম্পাদক মন্ডলীর সম্মানিত সভাপতি, সম্পাদক, প্রকাশক, পাঠক, লেখক, সকল স্তরের সংবাদকর্মী , কর্মকর্তা, কর্মচারী, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।