আছাদুজ্জামান খন্দকারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টীম এর প্রধান আবদুল খালেক হাওলাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। আজ শনিবার বিকেলে পাকুন্দিয়া উপজেলা যুবদলের উদ্যোগে পাকুন্দিয়া প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাকুন্দিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্মআহ্বায়ক আমিনুল হক জজ।
তাঁর লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৯সেপ্টেম্বর পাকুন্দিয়া উপজেলা যুবদলের কমিটি বিলুপ্তি করেছে কেন্দ্রীয় কমিটি। এতে ক্ষুব্ধ হয় একটি পক্ষ। এর জেরে গতকাল শুক্রবার বিশ^ সংবাদ নামে একটি অনলাইন পোর্টালে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবদুল খালেক হাওলাদারের বিরুদ্ধে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করে কুচক্রী মহল। তিনি নাকি উৎকোচের বিনিময়ে এ কমিটি বিলুপ্ত করে দিয়েছেন। আমরা প্রকাশিত এই সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদকর্মীকে মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করিয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, গত বছরের ১৬মার্চ মো.মিজানুর রহমান সুমনকে আহ্বায়ক করে ৩১সদস্য বিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি। কিন্তু গত দেড় বছরেও এ কমিটি কোনো একটি ইউনিয়ন কমিটি গঠন করতে পারেনি। এমনকি দলীয় ও জাতীয় পর্যায়ের কোনো অনুষ্ঠান পর্যন্ত করতে পারেনি। তাই ক্ষুব্ধ হয়ে এ কমিটি বিলুপ্ত করে দিয়েছে কেন্দ্রীয় কমিটি। আমরা কেন্দ্রীয় কমিটির এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। এছাড়াও আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রুহুল আমিন আকিল ভাইয়ের কাছে আবেদন জানাই, তিনি যেন ত্যাগী, পরীক্ষিত, স্বচ্ছ ও সক্রিয় নেতাকর্মীদের দিয়ে পাকুন্দিয়া উপজেলা যুবদলের একটি সুন্দর কমিটি আমাদের উপহার দেন।
এসময় উপস্থিত ছিলেন সদ্য বিলুপ্ত পাকুন্দিয়া উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক ও পৌর কাউন্সিলর মকবুল হোসেন, মোস্তফা কামাল জুয়েল, নাজমুল হক ডালিম, শাহীন আলম, সদস্য নুরুল বাশার অপু, পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক আবদুছ ছাত্তার, উপজেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক একেএম মাজহারুল হক শিপু ও ছাত্রদল নেতা নজরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল ও ছাত্রদলের অর্ধশত নেতাকর্মী।