ঠাকুরগাঁওয়ে শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে টিকা নিতে বিপুলসংখ্যক মানুষের ভিড়

0

আব্দুল্লাহ আল সুমন, ঠাকুরগাঁওঃ

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে ৮০ লাখ ব্যক্তিকে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে তাই   টিকার প্রতিও সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে । প্রতিদিনই  টিকা নিতে বিপুলসংখ্যক মানুষের ভিড় জমে ঠাকুরগাঁও আধুনিক  সদর হাসপাতালে।

আজকের চিত্রটি ছিল ভিন্ন রকম। কারণ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে  টিকা বলে কথা। তাই আজও ঠাকুরগাঁও  আধুনিক  সদর হাসপাতালে  টিকাকেন্দ্রে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিল না। এদিকে টিকা নিতে আসা বিপুলসংখ্যক মানুষকে সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

আধুনিক  সদর হাসপাতালের টিকাকেন্দ্রের সামনে সকাল থেকে অবস্থান করতে দেখা যায় উপজেলা ও জেলার  বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ মানুষ। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে তাঁদের টিকার জন্য অপেক্ষা করতে দেখা যায়। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকে টিকা দিতে না পেরে ফিরে গিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

পৌর শহরের দুরামারি এলাকা  থেকে টিকা নিতে আসা বাবু বলেন, ‘সকাল ৮টা থেকে অপেক্ষায় করছি, এখন দুপুর ১ টা বাজে। কিন্তু সিরিয়াল পাইনি।

এ সময় বেশির ভাগ মানুষের মুখেই মাস্ক ছিল না। সামাজিক দূরত্ব মানার ব্যাপারেও উদাসীনতা দেখা যায়। কেন মাস্ক ব্যবহার করছেন না? এমন প্রশ্নের জবাবে কয়েকজন বলেন, প্রচণ্ড গরম আর ভিড়ের কারণে মাস্ক মুখে রাখতে সমস্যা হচ্ছে।

Share.