আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনের তফছিল ঘোষণা করা হয়েছে। আগামী ২ নভেম্বর এ পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং অফিসার মোঃ আশ্রাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘোষিত তফছিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল দায়ের ১২-১৪ অক্টোবর, আপীল নিষ্পত্তি ১৬ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং ভোট গ্রহণ ২ নভেম্বর।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং অফিসার মোঃ আশ্রাফুল আলম বলেন, ৭ম ধাপে আগামী ২ নভেম্বর পাকুন্দিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই প্রথমবারের মত এই পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে ২০১৬ সালের ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল পাকুন্দিয়া পৌরসভার নির্বাচন। এতে মেয়র নির্বাচিত হয়েছিলেন বর্তমান মেয়র আক্তারুজ্জামান খোকন। তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী নারিকেল গাছ প্রতীকে নির্বাচন করেছিলেন।