খায়রুল ইসলাম, হোসেনপুর, কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে শারদীয় দূর্গোৎসব উদ্যাপন উপলক্ষে মন্দির কমিটির নেতৃবৃন্দদের নিয়ে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ অক্টোবর) দুপুরে হোসেনপুর থানা হল রুমে মতবিনিময় সভার আয়োজন করে পুলিশ।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক প্রদীপ কুমার সরকার, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মোদক, হোসেনপুর থানার ওসি (তদন্ত) মো.জয়নাল আবেদীন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার আসন্ন দূর্গোৎসব উৎসব মূখর পরিবেশে উদ্পানের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার স্বাস্থ্যবিধি সহ আইন শৃংখলা পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা পূজা উদ্যাপন কমিটি সূত্রে জানা যায়, এবছর ৬টি ইউনিয়ন ও পৌরসভায় ১৪টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।