পাকুন্দিয়ায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন বিএনপি নেতা জালাল উদ্দিন

0

আছাদুজ্জামান খন্দকারঃ
চলমান স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির অংশ না নেওয়ার সিদ্ধান্ত এখনো বহাল আছে। তাই বিএনপির নেতারা নির্বাচন নিয়ে নিরব ভূমিকায় রয়েছেন। তবে এক্ষেত্রে ব্যতিক্রম বিএনপি নেতা অ্যাডাভোকেট মো.জালাল উদ্দিন। আসন্ন পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে তিনি অংশ নেওয়ার লক্ষে ব্যক্তিগতভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তফসিল ঘোষণার পর থেকেই তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পাকুন্দিয়া পৌরসদর বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও পাকুন্দিয়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মো.জালাল উদ্দিন মেয়র পদে প্রার্থী হয়ে পৌরসভার বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা কার্যক্রমের পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের বিপদ-আপদে তিনি সবসময় পাশে থেকে আর্থিক ও আইনীসহ সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন।

এ ব্যাপারে অ্যাডভোকেট মো.জালাল উদ্দিন বলেন, এটি স্থানীয় সরকার নির্বাচন। এনির্বাচনে সরকার পরিবর্তন হবেনা। স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নিয়ে অংশগ্রহণে দলীয় কোনো সিদ্ধান্ত নেই। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেউ এ নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে দলের কোনো বাধাও নেই। এরপরও আমি কেন্দ্রীয় নেতৃবর্গের অনুমতি নিয়ে এ নির্বাচনে অংশ নেওয়ার চিন্তাভাবনা করছি।

Share.