কিশোরগঞ্জে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জোর পূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় একটি স্কুলের হল রুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় লিখিত বক্তব্যে ভুক্তভোগী মাজহারুল বাশার মোস্তাকিম বলেন, গত ৩মার্চ উপজেলার হোসেন্দি ইউনিয়নের নয়ন কুমার পাল ও শেলী রানী পালের নিকট থেকে সাফলা কাওলার মাধ্যমে জমি ক্রয় করে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের ব্যবসা পরিচালনা করে আসছেন তিনি। ইতোধ্যে ওই এলাকার প্রভাবশালী শরীফ মিয়া ও তার লোকজন তাদের নিজেদের জমি দাবি করে মোস্তাকিমকে উচ্ছেদ করার চেষ্টা করে যাচ্ছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনসহ ডিআইজি ঢাকা রেঞ্জ বরাবর অভিযোগ দায়ের করার পরও অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় ৯ সেপ্টেম্বর রাতের আঁধারে দোকান থেকে মালামাল লুট করে নিয়ে যায়। সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী মাজহারুল বাশার মোস্তাকিম।

এসময় ভুক্তভোগীর বড় ভাই শফিকুল বাশার আল আমিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share.