আছাদুজ্জামান খন্দকারঃ
‘সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন-উপজেলা আইসিটি কর্মকর্তা নুরুজ্জামান। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সারোয়ার জাহান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা.রেজাউল কবির কাওসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল ইসলাম, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো.মজিবুর রহমান হামদু ও পাটুয়াভাঙা ইউপি সচিব মোবারক হোসেন রতন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের উদ্দেশ্যে বলেন, কেউ জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করলে ৪৫দিনের মধ্যে আপনারা সঠিক ও নির্ভূলভাবে তাদের নাম-ঠিকানা ও তারিখ এন্ট্রি করবেন। তিনি বলেন, একজন মানুষ জন্মগ্রহণ করলে বা মারা গেলে তার জন্ম বা মৃত্যু সনদ না লিখা বা মৃত্যুর তারিখ সঠিকভাবে এন্ট্রি না করার কারণে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। মানুষ হয়রানির শিকার হচ্ছে। তাই আপনারা সঠিক সময়ে জন্ম ও মৃত্যুর তারিখ এন্ট্রি করবেন। তাহলেই আর কোনো সমস্যা হবেনা।