কিশোরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদকঃ
“মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপি’র ৫০ বছর পূর্তি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকা- বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

আলোচনা সভা শেষে যে কোন দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবেলা করার কৌশল সর্ম্পকে সাধারণ মানুষকে সচেনতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা মহড়া প্রদর্শন করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ জামালুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর মাহমুদুল হাসান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share.