স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অপহরণের তিনদিন পর এক স্কুল (১৫) ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পুলেরঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া থানা পুলিশ। গত সোমবার (১১অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়ির পাশ থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে তিনজনকে অজ্ঞাত আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রকৃতির ডাকে বাড়ির পাশে যায় ওই স্কুলছাত্রী। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা দৃর্বত্তরা পেছন দিক থেকে ওই স্কুলছাত্রীকে মুখ চেপে ধরে গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় পরদিন মঙলবার সকালে থানায় একটি সাধারণ ডায়েরী করেন ছাত্রীর পরিবার। কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই স্কুলছাত্রীর। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা ওই স্কুলছাত্রীকে পুলেরঘাট এলাকায় ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
ভিকটিমের বরাত দিয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সারোয়ার জাহান জানান, ওই ছাত্রীর মা প্রবাসে থাকেন। মেয়েকে অপহরণ করে মায়ের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। মুক্তিপণ আদায়ে ব্যর্থ হয়ে মেয়েটিকে সেখানে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে দুর্বৃত্তরা মুখোশ পড়ে থাকায় তাদের কাউকে চিনতে পারেনি সে। এ ঘটনায় তিনজনকে অজ্ঞাত আসামি করে পাকুন্দিয়া থানায় একটি অপহরণ মামলা করেছে ভিকটিমের পরিবার।
ওসি আরও বলেন, স্বাস্থ্য পরীক্ষা ও জবানবন্দির জন্য ভিকটিমকে পুলিশ হেফাজতে কিশোরগঞ্জ-এ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা করছে পুলিশ।