পাকুন্দিয়ায় আ.লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার পাটুয়াভাঙ্গা দরগা বাজার এলাকায় কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিনের বাসায় সভার আয়োজন করা হয়। এসময় নতুন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে কমিটি বাতিলের দাবিতে দুপুরে উপজেলার পুলেরঘাট বাজারে টায়ারে আগুন দিয়ে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন বর্তমান এমপির সমর্থক হিসেবে পরিচিত আওয়ামী লীগের একাংশের নেতকর্মীরা। প্রায় ঘন্টাব্যাপী এই বিক্ষোভ চলাকালে যানবাহন চলাচল বন্ধ ছিল।

এছাড়া গতকাল শুক্রবার রাতে কমিটি বাতিল ও নতুন কমিটির প্রথম সভাকে কেন্দ্র করে বর্তমান এমপি নূর মোহাম্মদ ও সাবেক এমপি সোহরাব উদ্দিনের সমর্থকরা পাটুয়াভাঙ্গা দরগা বাজার এলাকায় সংঘর্ষে জড়ায় এসময় পুলিশসহ অন্তত ১৫জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ রাবার বুটেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর পাকুন্দিয়ায় ৬৭ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের কমিটি অনুমোদনের পর থেকে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করে আসছে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা।

Share.