স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জে র্যাবের হাতে মো: জুম্মন (২৬) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার মনিপুরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ছিনতাইকারী জুম্মন একই এলাকার মৃত হাফিজুল ইসলামের ছেলে।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিএন এম শোভন খান জানান, র্যাবের একটি আভিযানিক দল টহল ডিউটি করাকালীন মনিপুরঘাট ব্রীজ হইতে বত্রিশ বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার পথে নুরু হেয়ার ষ্টাইল নামক সেলুনের সামানে পৌঁছলে টহল কমান্ডার দেখতে পায় যে, সেলুনের আড়ালে চাকু হাতে প্রকাশ্যে ছিনতাইয়ের চেষ্টা করিতেছে। এসময় চাকুসহ জুম্মনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে সে আরও জানায় যে, সে একজন নিয়মিত মাদকসেবী। কয়েকদিন যাবৎ তার কাছে নেশার টাকা না থাকায় টাকা সংগ্রহের জন্য সে ছিনতাই এর প্রচেষ্টা চালায়। ইতোপূর্বে তার নামে কিশোরগঞ্জ মডেল থানায় একাধিক মাদক ও ছিনতাই মামলা রয়েছে বলে জানাযায়। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।