কটিয়াদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও পথসভা

0

প্রতিনিধি কটিয়াদীঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ স্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উপলক্ষে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি’র উদ্যোগে শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ গেইটে শোভাযাত্রা ও পথসভায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল।

এতে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম, কটিয়াদী সমাচারের সম্পাদক সারোয়ার হোসেন শাহীন, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, সংগঠনের সমন্বয় পর্ষদ সদস্য চলচ্চিত্রকর্মী জিসান আজাদ।

অন্যদের মাঝে সংগঠনের সমন্বয় পর্ষদ সদস্য কবি আব্দুল্লাহ আল মামুন, ছাত্রনেতা হাসান তারেক বাপ্পী, একেএম মুশফিকুর রহমান রবিন, শাহরিয়ার হোসেন রিপন, রমজান মাহমুদ, জাহাঙ্গীর আলম, অলি উল্লাহ শামিম, আকিব আহমেদ শুভ, মুনতাসির মাহমুদ, লতিফুল ইসলাম নাইপ, সারোয়ার হোসেন রাফি, শাহরিয়ার আহমেদ আপন, আইমান বিন হামিদ অমি, মো. সাজিদ, আহসান আবীর সামিন, মো. জুলহাস, দ্বীন ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ গেইট হতে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে আব্দুল ওয়াহাব আইন উদ্দিন চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় সড়ক দুর্ঘটনা রোধে রক্তদান সমিতি কর্তৃক বারো দফা প্রস্তাবনা পেশ করা হয়। এছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, মসূয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাট্যকার ইদ্রিস আলী, জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম বিল্লাল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান রাসেলসহ সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে সকল শ্রেণি পেশার মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান। পথসভা শেষে বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো এবং চালক, যাত্রী ও পথচারীর মাঝে লিফলেট বিতরণ করা হয়।

Share.