স্টাফ রিপোর্টারঃ
ঢাকা রামকৃষ্ণ মিশনের নির্দেশে এক যুগে সারাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে কিশোরগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে রথখলা, ঈশাখাঁ রোডে আজ শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপী এক নীরব মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
রামকৃষ্ণ আশ্রমের সভাপতি প্রফেসর রবীন্দ্র নাথ চৌধুরীর সভাপতিত্বে এ কর্মসূচীতে একাত্বতা প্রকাশ করেছেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ভুপেন্দ্র ভৌমিক দোলন, শ্রী শ্রী কালী মন্দিরের সভাপতি বিজয় শংকর রায় জিপি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রণব সরকার, সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি মাখন দেবনাথ, বিভিন্ন পুজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন মন্দিরের ভক্তবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ে কয়েক শতাধিক নারী,পুরুষ ।
মানববন্ধন শেষে রামকৃষ্ণ আশ্রম প্রঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের মন্দির, ঘর-বাড়ি ভাঙ্গচুর, অগ্নিসংযোগ, নারী নির্যাতন ও হিন্দুদের হত্যার প্রতিবাদে অপরাধীদের দৃষ্টান্ত মুলক কঠোর শাস্তির দাবি জানান।