খায়রুল ইসলাম, হোসেনপুর, কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মোঃ বেলাল হোসেন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। আড়াইবাড়িয়া ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকানে ও পাড়া-মহল্লায় চলছে পছন্দের প্রার্থী নিয়ে আলোচনা। কে পাবে নৌকা এ নিয়ে সাধারন ভোটারদের মধ্যেও জল্পনা কল্পনার শেষ নেই। প্রার্থীরা ছুটে চলছে ভোটারদের দারে দারে তৃনমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত চলছে জোর লবিং।
উপজেলার ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়নের ধনকুড়া গ্রামের কৃতি সন্তান স্থানীয় আমেনা খাতুন কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও আওয়ামী লীগের ত্যাগী নেতা অধ্যক্ষ বেলাল হোসেন দীর্ঘদিন ধরে মানুষের দুঃখ দুদর্শা লাঘবের জন্য কাজ করে যাচ্ছেন। স্থানীয় নেতা কর্মীদের বিশ্বাস এবার উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা ঐক্যবদ্ধ থাকলে নৌকার প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ বেলাল হোসেন প্রতিদিন রুটিন মাফিক ভোটারদের কাছে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আর তার পাশে রয়েছে এলাকার বৃদ্ধ, যুবক ও উঠতি বয়সের দলীয় কর্মী ও সাধারন ভোটাররা। এ ইউনিয়নে অধ্যক্ষ বেলাল হোসেন কাজ করে যাচ্ছেন। হেভিওয়েট প্রার্থী হিসেবে তিনি বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের সাথে কৌশল বিনিময় ও দোয়া প্রার্থনা চালিয়ে যাচ্ছেন।