মনোহরদীতে ইউপি নির্বাচনকে সামনে রেখে আব্দুর রউফ হিরনের মোটরসাইকেল শোভাযাত্রা 

0

মিজানুর রহমানঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মনোহরদী উপজেলার প্রতিটি ইউনিয়নেই চলছে সম্ভাব্য প্রার্থীদের প্রচার প্রচারণার চেষ্টা। এখনো পর্যন্ত তফসিল ঘোষণা না হলেও উপজেলার প্রতিটি আনাচে-কানাচে রাস্তার মোড়ে চায়ের স্টলগুলোতে চলছে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে-বিপক্ষে আলোচলা – সমালোচনা। এখনো পর্যন্ত আওয়ামিলীগ ব্যাতিত অন্য কোনো দলীয় প্রার্থীর আলোচনা শোনা যায়নি। প্রত্যেক প্রার্থীদের মাঝে দলীয় প্রতীকের জন্য চলছে কেন্দ্রীয় লবিং।

এরইমধ্যে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নে পরিলক্ষিত হয় ব্যতিক্রম গ্রহণযোগ্যতা, ইউনিয়নের প্রতিটি মানুষের অন্তরে যেনো লালন করছে আব্দুর রউফ হিরণ এর নাম। সুদীর্ঘ রাজনৈতিক ধারাবাহিকতা ও গত পাঁচ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করে কেড়ে নিয়েছে খেটে-খাওয়া সাধারণ মানুষের হৃদয়। গত নির্বাচনে দলমত নির্বিশেষে ৮৭% গণভোটে নির্বাচিত হয়ে সফলভাবে দায়িত্ব পালন করতে সমর্থ হয়েছেন আব্দুর রউফ হিরণ।

রবিবার সকাল ১১টায় মনোহরদী বিশ্ব বিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ এর সাবেক ভি.পি,মনোহরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামীলিগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, চন্দনবাড়ি ইউনিয়ন এর চেয়ারম্যান আব্দুর রউফ হিরণ এর ডাকে মোটর সাইকেল শোভাযাত্রায়  স্বতঃস্ফূর্ত ভাবে অগণিত মোটরসাইকেল অংশগ্রহণ করে। এই দৃশ্যই প্রমাণ করে এটা শুধু শোভাযাত্রা নয় এটা আব্দুর রউফ হিরণ এর নির্বাচনী গণ-জোয়ার।

মনোহরদী উপজেলা ধর্মবিষয়ক সম্পাদক তাজুল ইসলাম শিকদার জানান,আব্দুর রউফ হিরণ একজন তরুণ সমাজ সেবক আদর্শবান ত্যাগী মুজিব সৈনিক, অত্র ইউনিয়নকে ঢেলে সাজাতে হিরণ এর বিকল্প নেই।

চন্দনবাড়ি ইউনিয়ন আওয়ামিলীগ এর সহ-সভাপতি তাজউদ্দীন আহমদ বলেন,গত নির্বাচনে ৮৭% ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুর রউফ হিরণ গত ৫ বছরে অত্র ইউনিয়নে হিরণ দিনরাত পরিশ্রম করে যে পরিবর্তন এনেছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তাঁর গত ৫ বছরের কাজের সফলতায় আজ গ্রহণযোগ্যতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কফিলউদ্দিন জানান,আব্দুর রউফ হিরণ একজন সৎ, নিষ্ঠা, ও আদর্শবান  কারা নির্যাতিত নেতা, রাত-দিন ২৪ ঘন্টা অসহায়, নির্যাতিত, বঞ্চিত মানুষ তাকে পাশে পায়। গত ৫ বছরে হিরণ যে কাজ করেছে ইতিপূর্বে অন্য কোনো চেয়ারম্যান এমন কাজ করতে পারেনি। আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী তাঁকে নৌকা প্রতীকে মনোনীত করবে সে-ই প্রত্যাশা করছি।

আব্দুর রউফ হিরণ বলেন, গত নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীকে মনোনীত করেছিলেন, আগামী নির্বাচনেও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীকে মনোনীত করবেন সে-ই প্রত্যাশা করছি। পাশাপাশি গত নির্বাচনে  মানুষ আমাকে ভালোবেসে নৌকা প্রতীকে ভোট দিয়ে খেদমত করার সুযোগ করে দিয়েছিলেন, আমি আমার সাধ্যমত কাজ করার চেষ্টা করেছি,অত্র ইউনিয়নে কোনো পরিষদ ছিলোনা, এটা ছিলো মানুষের প্রাণের দাবি, ব্যক্তিগত ভাবে ২৭ শতাংশ জমি দিয়ে ইউনিয়ন পরিষদ উপহার দিতে সমর্থ হয়েছি। এছাড়াও  সকলের সহযোগিতায় প্রতিটি কাজে সফল হয়েছি। আশাকরি আগামী নির্বাচনে আবারও স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়ে আমাকে খেদমত করার সুযোগ করে দিবেন।

Share.