হোসেনপুরে বিস্তৃর্ণ মাঠে শীতকালীন সবজির চাষ

0

খায়রুল ইসলাম, হোসেনপুর, কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে বিস্তৃর্ণ মাঠে জুড়ে শীতকালীন সবজির চাষ শুরু হয়েছে। সবজির পাতায় পাতায় শিশিরবিন্দু জমে ওঠায় এ যেন স্বর্নের ফোঁটা। আর্থিক ভাবে লাভবান ও স্থানীয় চাহিদা মেটাতে উপজেলার বিভিন্ন এলাকায় আগাম শীতকালীন সবজির চাষ করা হয়েছে। সবজির মধ্যে আলু, মরিচ, মিষ্টি কুমড়া, লাউ, মুলা, সিম, ফুল কপি, বাঁধা কপি, সরিষা ও পালং শাক উল্লেখ যোগ্য।

উপজেলার রামপুর, দাপুনিয়া, ডাহরা, রহিমপুর, চরজামাইল, কাওনা, ভরুয়া, চরবিশ্বনাথপুর, চরহাজিপুর, সাহেবেরচর এলাকায় ব্যাপক ভাবে বিভিন্ন জাতের উন্নত মানের সবজির চাষ করেছেন কৃষকরা। এ অঞ্চলের উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকে। কৃষক আবু তাহের জানান, গত বছর সবজির আবাদ করে ভালো মুনাফা পাওয়ায় এ বছরও বিভিন্ন জাতের সবজির আবাদ করেছি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা, উপজেলার বিভিন্ন এলাকায় ১৩০ হেক্টর জমিতে সবজির আবাদ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে জগদল ব্লকের আবু তাহেরসহ বিভিন্ন কৃষকের শীতকালীন সবজির মাঠ পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. ছাইদুল আলম। এ সময় জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক সাইফুল হাসান আলআমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুদাসিল হায়দার আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

Share.