আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্ধী চার মেয়র পদপ্রার্থীকে মোকাবেলা করার জন্য উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আওয়ামীলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ (নৌকা)। তবে তাঁকে অন্য দলের প্রার্থীদের পাশাপাশি নিজ দলের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্মআহ্বায়ক মো.মোতায়েম হোসেন স্বপনকেও হারাতে হবে।
অন্য তিন প্রার্থী হলেন, উপজেলা বিএনপির এক নম্বর যুগ্মআহ্বায়ক ও বর্তমান মেয়র (স্বতন্ত্র প্রার্থী) আক্তারুজ্জামান খোকন (নারিকেল গাছ), উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র (স্বতন্ত্র প্রার্থী) অ্যাডভোকেট মো.জালাল উদ্দিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আতাহার আলী (হাতপাখা)।
এই পৌরসভায় গত নির্বাচনে মেয়র নির্বাচিত হন বিএনপির বিদ্রোহী প্রার্থী আক্তারুজ্জামান খোকন। এর আগের বার মেয়র ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো.জালাল উদ্দিন। সেই কারণে এই পৌর এলাকায় কাঙ্খিত কোনো উন্নয়ন হয়নি বলে মনে করছেন সচেতন ভোটাররা। তাঁদের প্রত্যাশা এবার আওয়ামীলীগের প্রার্থী মেয়র হলে পৌর শহরের উন্নয়ন যেমন হবে, তেমনি নানা সংকটের সমাধান হবে।
মো.জসীম উদ্দিন নামের একজন সচেতন ভোটার বলেন, প্রায় ১৪বছর হলো পৌরসভার বয়স। অথচ দৃশ্যমান কোনো উন্নয়ন নেই। তাই এবার পৌরবাসী নৌকার প্রার্থীর জয় চায়, যেন তিনি নির্বাচিত হলে উন্নয়ন হয়। তিনি আরও বলেন, পৌরসভার সমস্যার মধ্যে রয়েছে সড়ক সংস্কার, যানজট, ড্রেনেজ সমস্যা, সড়ক বাতির সমস্যা, ডাম্পিং সমস্যা, মশক নিধন সমস্যা। এছাড়া পৌরবাসীর বিনোদনের কোনো ব্যবস্থা না থাকা ও শিশুদের জন্য কোনো পার্ক না থাকা।
সপ্তম ধাপে আগামি দুই নভেম্বর মঙলবার এ পৌরসভায় নির্বাচন হতে যাচ্ছে। প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
পাকুন্দিয়া পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মো.সাখাওয়াৎ হোসেন জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে এরই মধ্যে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।