স্টাফ রিপোর্টারঃ
“রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায়, শুদ্ধাচার চর্চার বিকল্প নেই” প্রতিপাদে কিশোরগঞ্জে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে জেলা পাবলিক লাইব্রেরীর হল রুমে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ সংলাপের আয়োজন করে।
জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি শিক্ষাবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, আইনজীবি নাসির উদ্দিন ফারুকী, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, কিশোরগঞ্জ ভোক্তা অধিকারের আহ্বায়ক আলম সারোয়ার টিটু, পৌরসভার কাউন্সিলর চামেলী আক্তার। সুজনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষও উপস্থিত ছিলেন।