নিজস্ব প্রতিবেদকঃ
জ্বালানি তেলের দাম বাড়ায় সারা দেশে বন্ধ রয়েছে বাস-ট্রাক। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। সরকারের পক্ষ থেকে প্রতি লিটার ডিজেল-কেরোসিনের দাম ১৫ টাকা বাড়ানো হয়েছে। এর প্রতিবাদে সারা দেশে বাস-ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিকরা। আর এসব যানবাহন চলাচল বন্ধ থাকায় অটোরিকশা, রিকসা, সিএনজির ভাড়া বেড়েছে তিন গুণ।
শুক্রবার থাকায় সরকারি-বেসরকারি অসংখ্য অফিস বন্ধ রয়েছে। বন্ধ থাকলেও সারাদেশে স্ট্যান্ড গুলোতে রয়েছে যাত্রীর চাপ। সড়ক পরিবহন মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশন এবং ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারণে সকাল ৬টা থেকে বন্ধ রয়েছে গণপরিবহন।
বুধবার (০৩ নভেম্বর) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি গেজেটে লিটার প্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে ডিজেল ও কেরোসিনের দাম।