হোসেনপুরে পূজা উদযাপন পরিষদ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

0
খায়রুল ইসলাম, হোসেনপুর, কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকালে  হোসেনপুর কেন্দ্রীয় শ্রীশ্রী কালী মন্দির প্রাঙ্গণে  সম্মেলনের  আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হোসেনপুর শাখা ও পৌর শাখা।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক প্রদীপ কুমার সরকারের সভাপতিত্বে সম্মেলনে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের  ট্রাস্টি এ্যাড.ভূপেন্দ্র ভৌমিক  দোলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন -জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বিজ্ঞ জিপি বিজয় শংকর রায়, উপদেষ্টা মানিক রঞ্জন দে, সাধারণ সম্পাদক  নারায়ণ দত্ত প্রদীপ,  সাংগঠনিক সম্পাদক  ও জেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রণব সরকার, কিশোরগঞ্জ সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি মাখন দেবনাথ, সাধারণ সম্পাদক  পল্লব কর, হোসেনপুর উপজেলা মহিলা ঐক্য পরিষদের সভাপতি  গীতা রানী ঘোষ, পূজা উদযাপন পরিষদ গোবিন্দপুর ইউনিয়ন শাখার সভাপতি উত্তম কুমার দাস প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মোদক।
Share.