ধানের জমিতে বিষ প্রয়োগ, পুড়ে গিয়েছে কৃষকের স্বপ্ন

0

নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নে রাতের আঁধারে ধানের জমিতে অতিমাত্রায় বিষ প্রয়োগ করে জমির ধান নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে ক্ষতিপূরণ ও বিচার চেয়ে সোমবার সকালে নষ্ট হওয়া ধানের জমিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী কৃষক ও স্থানীয় এলাকাবাসী।

ভুক্তভোগী কৃষক ও স্থানীয়রা বলেন, হাজীরগল গ্রামে ৩৪শতাংশ জমি নিয়ে একই এলাকার ফজলুর রহমানের সাথে গিয়াস উদ্দিনের বিরোধ চলে আসছে। এ ব্যাপারে আদালতে মামলা দায়েরের করলে আদালত গিয়াস উদ্দিনের পক্ষে রায় ঘোষনার পর জমিতে আমন ধান রোপন করেন গিয়াস উদ্দিন। রোপনের পর ওই জমিতে দুর্বৃত্তদের দেওয়া অতিমাত্রায় বিষ প্রয়োগের কারণে পুরো জমির ধান গাছ পুড়ে গিয়েছে। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসি।

বিষয়টি জানার পর পরিদর্শন করে কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ^াস দেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা নবী হোসেন।

Share.