আইজিপি কাপে বাজিমাত কিশোরগঞ্জ সদর উপজেলার

0

নিজস্ব প্রতিবেদকঃ
শেষ হয়েছে কিশোরগঞ্জ জেলা পর্যায়ে জাতীয় যুব কাবাডি বালক-বালিকা অনুর্ধ্ব-১৯ আইজিপি কাপ-২১। আজ মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বালক বিভাগে কিশোরগঞ্জ সদর বনাম কটিয়াদী উপজেলা। বালিকা বিভাগে কিশোরগঞ্জ সদর বনাম পাকুন্দিয়া উপজেলা অংশগ্রহণ করে।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও এলহাম অটো রাইস মিলের সৌজন্যে ৫দিন ব্যাপী আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি ফাইনাল খেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও আইজিপি কাপ পরিচালনা উপকমিটির আহ্বায়ক মোঃ নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

বিশেষ অতিথি, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও আইজিপি কাপ পরিচালনা উপকপিটির সদস্য সচিব অনির্বাণ চৌধুরী।

বালক বিভাগ অনুর্ধ্ব-১৯ কটিয়াদী উপজেলাকে ৩৫-১৪ পয়েন্টে হারিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা শিরোপা জিতে নেয়। ও বালিকা বিভাগ অনুর্ধ্ব-১৯ পাকুন্দিয়া উপজেলাকে ৫৩-৭ পয়েন্টে হারিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা শিরোপা জিতে নেয়।

উল্লেখ্য, গত শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টডিয়ামে আইজিপি কাপের উদ্বোধন করেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। খেলায় জেলা পর্যায়ে ৪টি গ্রুপে ১৩ উপজেলায় মোট ২৬টি দল অংশ গ্রহণ করে। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া অফিসার আলআমিন সবুজ।

Share.