নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জের সদর উপজেলার বাসুদিয়া এলাকা থেকে এক হাজার সাতশত পিস ইয়াবা, একটি মোবাইল ও নগদ টাকাসহ শরিফ আহম্মেদ (২৮) নামে একজনকে আটক করেছে র্যাব। আজ শুক্রবার সকাল ৬টায় রসুনের ভিতর অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় তাকে আটক করা হয়। আটক শরিফ আহম্মেদ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের তালতলা গ্রামের হযরত আলীর ছেলে।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের লেঃ কমান্ডার বিএন এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র কক্সবাজার থেকে অবিনব কায়দায় মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে। তথ্যের সত্যতা যাচাইয়ে র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয়। তথ্যের সত্যতা পাওয়ায় শরিফ আহম্মেদকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত মাদক ক্রয় বিক্রয়ের কথা স্বীকার করেছে শরিফ আহম্মেদ। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও চলতি বছরের ২জুন ছয়শত চল্লিশ পিস ইয়াবাসহ র্যাবের হাতে আটক হয় শরিফ আহম্মেদ।