আছাদুজ্জামান খন্দকারঃ
সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় শুরু হয়ে বেলা সাড়ে ১১টায় শেষ হয়।
প্রথম দিনে এসএসসিতে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), দাখিলের কোরআন মাজিদ ও তাজবীদ এবং পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) ও এসএসসি ভোকেশনালে পদার্থ বিজ্ঞান-২ (সৃজনশীল) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন কেন্দ্র সচিব সূত্রে জানা গেছে, এ উপজেলায় প্রথম দিনে পাঁচটি কেন্দ্র ও একটি ভেন্যুতে মোট দুই হাজার ৩৪৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে এসএসসিতে এক হাজার ১২৭জন, দাখিলে ৮৪১জন ও ভোকেশনালে ৪৫৯জন। অপরদিকে এসএসসির সাতজন, দাখিলের ৫২জন ও এসএসসি ভোকেশনালের ১৬জনসহ মোট ৭৫জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো।
কেন্দ্রগুলো হচ্ছে-পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (ভেন্যু), মঠখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র, মঙলবাড়িয়া কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্র এবং হোসেন্দী উচ্চ বিদ্যালয় ও চরকাওনা কারিগরি স্কুল এন্ড কলেজে এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার জানান, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে একজন করে ট্যাগ অফিসার নিয়োজিত রয়েছে।