নিউজ ডেস্কঃ
নদী বিষয়ক সংগঠন রিভার বাংলা’র আয়োজনে লেখক সুরজিৎ রায় মজুমদারের অনুবাদগ্রন্থ ‘কানাডার কবিতা’, লেখক ও গবেষক সত্যজিৎ রায় মজুমদারের স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘বিম্বিত কালের বয়ান’র প্রকাশনা করা হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সেমিনার কক্ষে সত্যজিৎ রায় মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ।
শিল্পী প্রমিলা বিশ্বাসের সূচনা সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও অনুবাদক ফারুক মঈনুদ্দিন, কথাশিল্পী মনি হায়দার, কবি সৈকত হাবীব ও নদী বিশেষজ্ঞ মোহাম্মদ এজাজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখানে রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন সুরজিৎ রায় মজুমদার।
কথাশিল্পী মনি হায়দার বলেন, “দুই ভাইয়ের দুটি বই একই সঙ্গে প্রকাশ হচ্ছে, সেটি একটি দারুণ বিষয়। সত্যজিৎ রায় মজুমদার তার বইটিতে শৈশব থেকে তার স্মৃতিগুলো তুলে এনেছেন।”
লেখক ও অনুবাদক ফারুক মঈনুদ্দিন বলেন, “‘বিম্বিত কালের বয়ান’ বইটিতে খুলনায় লেখকের কাটানো সময়ের কথা উল্লেখ রয়েছে।