স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকা থেকে চুরি হয়ে যাওয়া অটো মিশুকসহ মো. শাহীন ওরফে শাকিল (২২) নামে চোর চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব। আটক চোর চক্রের সদস্য শাহীন সদর উপজেলার কাটাখালী এলাকার আঃ সালামের ছেলে।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার বি এন এম শোভন খান জানান, বেশ কিছুদিন যাবত অটোরিক্সা, ইজিবাইকের চালককে অজ্ঞান, হত্যা ও বোকা বানিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থান হতে চোর চক্রের সদস্যরা অটোরিক্স ও ইজিবাইক চুরি করে নিয়ে যাচ্ছে। গত ২৯ অক্টোবর সদর উপজেলার কাটাখালী এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে মোঃ সাইফুল ইসলাম র্যাব ক্যাম্পে এসে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, ২৬ অক্টোবর রাতে আব্দুল মান্নানের গ্যারেজে রাখা নিজ নামীয় অটো মিশুক গাড়ীটি গ্যারেজের দরজার তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়। অভিযোগের বিষয়ে গোয়েন্দা নজরদারী অব্যহত রেখে আসামীদের অবস্থান নিশ্চিত করে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল অদ্য আজ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সদর উপজেলার যশোদল এলাকা থেকে আসামী মোঃ শাহিন উরফে শাকিল কে চুরি হয়ে যাওয়া অটো মিশুক সহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল জানায় চোর চক্রের দুই থেকে তিন জন গত ২৬ অক্টোবর রাতে আব্দুল মান্নানের গ্যারেজের তালা ভেঙ্গে অটো মিশুকটি চুরি করে। গ্রেফতারকৃত শাকিলের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।