স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ২৮ নভেম্বর ৭ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার বিকাল ৪ টায় জেলা পরিষদের হল রুমে, আওয়ামী লীগ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, সতন্ত্র প্রার্থী সহ ৩৬ জন চেয়ারম্যান, সংরক্ষিত নারী আসনে ৭৮ জন, সাধারণ মেম্বার পদে ২২৮ জন প্রার্থীদের নিয়ে নির্বাচন অনুষ্ঠানের বিভিন্ন বিষয়ের উপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা মেজিস্টেট ফারজানা খানম, বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার আশরাফুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসসাদিক জামান, নিকলী থানা অফিসার ইনচার্জ মোঃ মুনসুর আলী আরিফ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সরকার নির্বাচন কমিশন, প্রশাসনের অঙ্গিকার সম্পুর্ন নিরপেক্ষভাবে ও অংশগ্রহণ মূলক নির্বাচন অনুষ্টানের লক্ষ্যে সুধির অবস্থান। কাউকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেওয়া হবেনা। নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চাইলে তাকে কঠোর হস্তে আমরা প্রতিহত করবো।
নিকলীতে অবাধ ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন পর্যন্ত অবশ্যই সকল প্রার্থীদের আচরণ বিধিনিষেধ মেনে চলতে হবে। এ সময় উপজেলা নির্বাচন অফিসার রিটানিং কর্মকর্তা মেহেরুন নেছা, উপজেলা মাধ্যমিক শিক্ষা ও রিটানিং অফিসার মোঃ নুরুজ্জামান হাবিব, উপজেলা সমাজ সেবা ও রিটানিং অফিসার ইমতিয়াজ মনিরসহ উপজেলার বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।