কিশোরগঞ্জ সদরে নৌকার অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

0

নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়নে ইউপি নির্বাচন। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে সদরের ৪নং মহিনন্দ ইউনিয়নে ঘটেছে সহিংসতার ঘটনা। নৌকা প্রার্থীর অস্থায়ী নির্বাচনী কার্যালয় আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর ৪টায় কার্যালয়টিতে আগুন ধরিয়ে পুড়ে ফেলা হয়েছে পুরো অফিস।

এ বিষয়ে আজ শুক্রবার বিকেলে নিজ এলাকা কলাপাড়া মোড়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাদেকুর রহমান সাদেক।

তিনি বলেন, শুক্রবার ভোরে জালালপুর বাজার রেলক্রসিংয়ের কাছে নির্মিত অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়ে অফিসটি পুড়ে ফেলা হয়েছে। এখানে জাতীয় পতাকা, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিসহ টানানো ছিল নৌকা প্রার্থীর পোস্টার।

তিনি আরো বলেন, দুর্বৃত্তরা নৌকার বিজয় নিশ্চিত জেনেই আগুন দিয়ে অফিসটি পুড়িয়ে দিয়েছে। প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন তিনি। এসময় বাবার নির্বাচনী অফিস পুড়িয়ে ফেলার বিষয়ে নিন্দা জানিয়ে বিচার দাবী করেন চিত্রনায়ক সাইমন সাদিক।

বিষয়টি জানার পর বিকেলে সদর থানা পুলিশ সরেজমিন তদন্ত করেছেন। আসমীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আজিজুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, জেলা পরিষদের সদস্য সাজ্জাদুল ইসলাম, চিত্রনায়ক সাইমন সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Share.