বীর মুক্তিযোদ্ধা শহীদ খায়রুল জাহান-এর শাহাদৎ বার্ষিকীতে শ্রদ্ধানিবেদন

0

স্টাফ রিপোর্টারঃ
শুক্রবার ২৬ নভেম্বর বীর মুক্তিযোদ্ধা শহীদ খায়রুল জাহান বীর প্রতীক এর ৫০তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে কিশোরগঞ্জ সদর উপজেলার প্যাড়াভাঙ্গা নামক স্থানে পাক-বাহিনী ও তাদের দোসর রাজাকারদের সাথে সম্মুখ যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা শহীদ খায়রুল জাহান বীর প্রতীক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ সেলিম বীর প্রতীক নিহত হন।

দিবসটি পালন উপলক্ষে কিশোরগঞ্জ- হোসেনপুর সড়কে পাশে প্যাড়াভাঙ্গস্থ স্মৃতি সৌধে শহীদ খায়রুল স্মৃতি সংসদের উদ্যোগে সংগঠনের আহবায়ক একে নাসিম খানের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল গনি, সংগঠনের আহবায়ক একে নাসিম খান, মো. সাদেক জাহান নয়ন, এম এ হাসান বাবুল, অধ্যাপক সামিউল হক মোল্লা ও মনোয়ার হুসাইন রনি প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় বীর মুক্তিযোদ্ধা গন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রজন্ম ৭১ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত থেকে পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়াও শহীদ খায়রুল স্মৃতি সংসদের উদ্যোগে বাদ আছর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Share.