প্রতিবেশীদের বিরুদ্ধে যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ

0

আব্দুল্লাহ আল সুমন, প্রতিনিধি ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ে সীমানার জমি দখল করার সময় বাঁধা দিতে গেলে এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ১ ডিসেম্বর ঠাকুরগাঁও সদর থানায় আহত যুবক আমিনুল ইসলাম (৩০) বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে হবিবর রহমান, আল আমিন, লাল চান, হযরত আলী বাবু, জামাত আলীসহ অজ্ঞাত আরও ৪ জনকে আসামী করা হয়।

অভিযোগে বলা হয়, ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের দক্ষিণ আরাজি কৃষ্ণপুর গ্রামে বাদীর বসতভিটার পেছনে সীমানা ঘেষে প্রায় ২ ফিট জায়গা কোদাল দিয়ে কেটে দখল করার চেষ্টা করে আসামীরা। এসময় বাদী আমিনুল ইসলাম বাঁধা দিতে গেলে আসামীরা তাকে বাঁশের লাঠি দিয়ে বেধরক মারপিট করে। এক পর্যায়ে আমিনুল ইসলাম অজ্ঞান হয়ে পড়লে আসামীরা পালিয়ে যায়। এছাড়াও আসামীরা বাদীর পরিবারের লোকজনকে নানা রকম হুমকি দেয়।

এদিকে খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে আমিনুলকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

আমিনুল ইসলাম বলেন, আসামীরা আমার বসতভিটার পেছনে প্রায় ২ ফিট জায়গা দখল করার জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছিল। সবশেষ তারা সবাই একত্রিত হয়ে জায়গা দখলের চেষ্টা করলে বাঁধা দেই, এ কারণে তারা আমাকে বেধরক পিটিয়ে আহত করেছে। আমি এর বিচার চাই। অভিযুক্ত হবিবুর রহমান ও অন্য আসামীদের মুঠোফোনে যোগাযোগ করেও তাদেও পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, আমিনুল ইসলামকে মারপিট করা হয়েছে এমন একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share.