কিশোরগঞ্জে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন

0

নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জে মাধ্যমিক স্কুল পর্যায়ে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

জেলায় মোট ৪৫০টি স্কুল রয়েছে। প্রতিদিন ৬০০জন শিক্ষার্থীদের ফাইজারের টিকা প্রদানের মাধ্যমে এক লাখেরও বেশি শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।

এসময় পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি গোলাম মোস্তফা, জেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা শামসুন্নাহার মাকসুদা, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. হেলাল উদ্দিন, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক, এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবির, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম আব্দুল্লাহসহ প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.