নিউজ ডেস্কঃ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে, জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যকরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে এরই মধ্যে মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করেছেন মুরাদ হাসান। আজ মঙ্গলবার দুপুরে পদত্যাগ পত্র জমা দেওয়া হয়েছে।
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মুরাদ, বহিষ্কার হতে পারেন আওয়ামী লীগ থেকেও
উল্লেখ্য, সম্প্রতি তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি সাক্ষাৎকারে অসৌজন্যমূলক কথা বলেন। এর কিছু পরেই প্রতিমন্ত্রী মুরাদের একটি কথোপকথন ফাঁস হয়, যেখানে তিনি অশ্লীল ভাষায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে তার সঙ্গে দেখা করার জন্য বলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে ডা. মুরাদের শাস্তির দাবি ওঠে। এরই প্রেক্ষিতে সোমবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুরাদ হাসানকে মঙ্গলবারের ভিতরে পদত্যাগ করার কথা বলেন।