হোসেনপুরে ৫ নারী জয়িতাকে সংবর্ধনা

0

খায়রুল ইসলাম, হোসেনপুর, কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৫ নারী জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজের সভাপতিত্বে¡ অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান, প্রমুখ।

পরে ৫টি ক্যাটাগরিতে জীবন সংগ্রামে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী কাজী আছমা বেগম, সফল জননী নারী রেনুয়ারা, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী মোসা: মেহেরুন্নেছা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু বরেছেন যে নারী তানিয়া আক্তার ও সমাজ উন্নয়নে অসামন্য অবদান রেখেছেন লায়লাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়।

Share.