আছাদুজ্জামান খন্দকারঃ
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দিনব্যাপি পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। ‘যেখানে মানুষ, সেখানে সেবা’ এই শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিফা ব্লাড ডোনার ক্লাব’ এ কর্মসূচীর আয়োজন করে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পিং এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী। এসময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা.শামছুন্নাহার আপেল, শিফা ব্লাড ডোনার ক্লাবের পৌর শাখার সভাপতি আবদুল্লাহ আল সানি, সহ-সভাপতি ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ-সাধারণ সম্পাদক মোছাদ্দেক, অর্থ সম্পাদক নিলয় খন্দকার, সাংগঠনিক সম্পাদক এনামুল হক নাঈম, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎিসা বিষয়ক সম্পাদক সজিব, ছাত্রকল্যাণ সম্পাদক আশিক মোল্লা, সমাজকল্যাণ ও মহিলা সম্পাদক নাফিজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক লাবিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুফরাদ, সদস্য মনির, শারফুল, হুমায়ুন কবির ও আসিব প্রমুখ।
এসময় অভিজ্ঞ টেকনোলজিষ্টের মাধ্যমে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার তিন শতাধিক লোক বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করার সুযোগ পান।