নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সকালে উপজেলার পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের ঈদগাহ মাঠ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দু’গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ ওসি সারোয়ার জাহান জানান, সকালে বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলার বঙ্গবন্ধু চত্বরে সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সোহরাব উদ্দিন ও তার লোকজন ফুল দিতে আসেন। এসময় ফুল দেওয়াকে কেন্দ্র করে বর্তমান এমপি নূর মোহাম্মদ ও সোহরাব উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষ শেষে ফেরার পথে পৌর সদরের বরাটিয়া এলাকায় বিক্ষোভকারীরা একটি বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এর আগেই বাসটি সম্পূণ পুড়ে যায়। এতে কেউ হতাহত হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।