আছাদুজ্জামান খন্দকারঃ
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের তফসিল অনুযায়ী আগামি ৩১জানুয়ারি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ তফসিল ঘোষণার পরপরই মিছিল ও শ্লোগানে মুখর হয়ে উঠেছে প্রতিটি এলাকা। এর ধারাবাহিকতায় উপজেলার ৩নং চরফরাদী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো.সোহরাব উদ্দিন পাঁচ শতাধিক কর্মী-সমর্থক নিয়ে একটি বিশাল মিছিল করেছেন। রোববার সন্ধ্যায় উপজেলার মির্জাপুর বাজারে এ মিছিল করেন তিনি। মিছিলটি তার নিজ বাড়ি মির্জাপুর গ্রাম থেকে শুরু হয়ে মির্জাপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সোহরাব উদ্দিন তার কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আগামি ৩১জানুয়ারি এ ইউনিয়নে প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। ভোট যদি সুষ্ঠ হয় তাহলে এলাকার লোকজন আবারও আমাকে চেয়ারম্যান নির্বাচিত করবে বলে আশা করছি। যদি আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই তাহলে এই ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত এবং ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। তাই সকলের দোয়া ও সহযোগিতা চাই।
মো.সোহরাব উদ্দিন চরফরাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত ইসমাইল এর ছেলে। তিনি নিজেও এর আগে চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার বড় ভাই জালাল উদ্দিন ও চাচা ইসহাকও ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।