আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক প্রভাবশালী ব্যক্তি জমি হাতিয়ে নিতে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় এলাকার মাতব্বরদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পাননি কৃষক জিল্লুর রহমান।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চরফরাদী গ্রামের মৃত রুছমত আলীর ছেলে জিল্লুর রহমান এবং পাশের বাড়ির মৃত মোতালিবের ছেলে নূরুল ইসলাম। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। নুরুল ইসলামের বাড়িতে প্রবেশের কোনো রাস্তা ছিলনা। তাই এলাকার লোকজন জিল্লুর রহমানের জমির এক পাশ দিয়ে রাস্তা নির্মাণ করে দেন। এক বছর যেতে না যেতেই ওই জমিটি হাতিয়ে নিতে নুরুল ইসলাম নানা পায়তারা শুরু করেন। এরই ধারাবাহিকতায় জিল্লুর রহমানের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে দাবি ভুক্তভোগীর।
এ ব্যাপারে নূরুল ইসলাম বলেন, হয়রানির বিষয়টি সত্য নয়। উল্টো তারাই আমাকে হয়রানি করছে। জমিটি আমার। এটি ফিরে পেতে আমি মামলা করেছি।
ভুক্তভোগী জিল্লুর রহমান বলেন, আমার পাঁচ শতাংশ জমি হাতিয়ে নিতে আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে নূরুল ইসলাম। এনিয়ে এলাকায় অনেক দরবার হয়েছে। কিন্তু দরবারীদের কোনো কথাই সে রাখেনা।
পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান বলেন, নূরুল ইসলামের দায়ের করা অভিযোগ পেয়েছি। অভিযোগটি জমি সংক্রান্ত হওয়ায় স্থানীয়ভাবে মিমাংসার জন্য বলে দিয়েছি।