কিশোরগঞ্জে বর্নাঢ্য আয়োজনে রাষ্ট্রপতির জন্মদিন পালন

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৯তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে শনিবার বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জমকালো আয়োজন করা হয়।

আয়োজনের মধ্যে রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে কেক কাটা ছাড়াও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। বিকাল পাঁচটায় জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এসময় ৭৯ পাউন্ডের কেকে কেটে দিনটিকে স্মরণীয় করে রাখেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপি এম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহ আজিজুল হক, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, রাষ্ট্রপতির মেজ ছেলে রাসেল আহমেদ তুহিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক পরিষদের লোকজন এবং দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণিপেশার কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

১৯৪৪ সালের আজকের এই দিনে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সে হিসেবে আজ তার ৭৯তম জন্মদিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে কিশোরগঞ্জে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Share.