আছাদুজ্জামান খন্দকার:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৬৫জন, সাধারণ সদস্য পদে ৩৬৩জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ ৩জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দফতরে জমা দেয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামি ৩১জানুয়ারি ষষ্ঠ ধাপে পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকা প্রতীকে ৯জন, লাঙল প্রতীকে ৩জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৭জন, জাসদের একজন। তবে স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশই আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এর মধ্যে-নারান্দী ইউনিয়নে নৌকা ১, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১, জাসদ ১, স্বতন্ত্র ৬। পাটুয়াভাঙা ইউনিয়নে নৌকা ১, স্বতন্ত্র ৭। চরফরাদী ইউনিয়নে-নৌকা ১, হাতপাখা-১, স্বতন্ত্র-৩। জাঙালিয়া ইউনিয়নে-লাঙল-১, নৌকা-১, ইসলামী আন্দোলন বাংলাদেশ-১, স্বতন্ত্র-৮। বুরুদিয়া ইউনিয়নে-নৌকা-১, লাঙল-১, ইসলামী আন্দোলন বাংলাদেশ-১, স্বতন্ত্র-৪। এগারসিন্দুরে-নৌকা-১, ইসলামী আন্দোলন বাংলাদেশ-১, স্বতন্ত্র-৫। হোসেন্দী ইউনিয়নে- নৌকা-১, স্বতন্ত্র-৫। চÐিপাশা ইউনিয়নে- নৌকা-১, ইসলামী আন্দোন বাংলাদেশ-১, স্বতন্ত্র-৫। সুখিয়া ইউনিয়নে-নৌকা-১, লাঙল-১, ইসলামী আন্দোলন বাংলাদেশ-১, স্বতন্ত্র-৩।
এছাড়াও সাধারণ সদস্য পদে ৩৬৩জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।