এম এ কুদ্দুছ (কিশোরগঞ্জ) কটিয়াদীঃ
কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে গরুর মৃত্যু হচ্ছে। গত কয়েকদিনে অন্তত ১৫টি গরু মারা গেছে। হঠাৎ গরু মৃত্যুর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার প্রান্তিক কৃষকেরা। কথিত অজানা রোগে প্রতিদিনিই বাড়ছে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা ।
জানা গেছে , গত কয়েকদিনে পূর্বপাড়া গ্রামের জজ মিয়ার তিনটি, আ: বারিকের দু’টি, মন্তু মিয়ার দু’টি, রতন মিয়ার দু’টি, আ: হাইয়ের দু’টি, গোলাপ মিয়ার, মনির মিয়া, আব্দুল আজিজ এবং রমজান মিয়ার একটি করে গরু মারা গেছে।
রোগের প্রাথমিক লক্ষণ হিসেবে কৃষক আ: বারিক জানিয়েছেন, মারা যাওয়ার আগে গরুর মুখ দিয়ে লালা ঝরতে থাকে। আক্রান্ত গরু কোন খাবার খায় না। এক পর্যায়ে নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষক রমজান মিয়ার স্ত্রী আমেনা বেগম পরিবারের জীবিকার একমাত্র অবলম্বন গরু মারা যাওয়াই হাউ মাউ করে কান্না করছেন। এ সময় তিনি জানান, গরু পালন করেই তার সংসার চলে। আজ সোমবার সকালে তার একটি গরু এই অজ্ঞাত রোগে মারা গেছে।
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. মো: নাসির উদ্দিন মুন্সী বলেন, কি কারণে গরু গুলো মারা যাচ্ছে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। জেলা ও উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ের একটি টিম উক্ত এলাকায় গিয়ে আক্রান্ত গরুর নমুনা সংগ্রহ করেছে। এসব নমুনা ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য। ল্যাবের পরীক্ষার ফলাফল পাওয়া গেলে গরুর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।